চারদিকে সবুজের সমাহার। প্রাকৃতিক দৃশ্যের এক অর্পব লীলাভূমি। কিংষ্টার বালিকা কিন্ডার গার্টেনটি ৪নং খাদিমপাড়া ইউনিয়নের অর্ন্তগত খিদিরপুর দত্তগ্রাম এর সুরমাগেইট বাজার সংলগ্ন ৩০ শতাংশ ভূমির উপর নির্মিত । উভয় বিদ্যালয় মিলে প্রায় ৪৬৫জন শিক্ষার্থী একই সীমানার ভিতরে লেখা-পড়া করে। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪৬৫ জন, শিক্ষক সংখ্যা ১২ জন,কক্ষ সংখ্যা-৮টি, বিদ্যালয়ে শ্রেনীকক্ষ ছাড়াও আলাদা লাইব্রেরী কক্ষ ও উপকরন কক্ষ আছে।
২০১৫ সালে কিংষ্টার বালিকা কিন্ডার গার্টেন নামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি একটি টিনসেডের ভবন উপর নির্মিত হয়।
প্রধান শিক্ষক- হাজী আব্দুল হাছিব তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০০-১২০ জন। পরবর্তিতে ক্রমান্নয়ে বিদ্যালয়টি পরিবর্তন। বর্তমানে প্রায় ৪৬৫জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
ছাত্রীর সংখ্যা শ্রেনী ভিত্তিক:
শ্রেনী | বালিকা |
শিশুশ্রেনী | ৫০ |
১মশ্রেনী | ৪৫ |
২য়শ্রেনী | ৫১ |
৩য়শ্রেনী | ৫৪ |
৪র্থশ্রেনী | ৪০ |
৫মশ্রেনী | ৫৫ |
৬ষ্ট শ্রেনী | ৬০ |
৭ম শ্রেনী | ৬৪ |
৮ম শ্রেনী | ৪৬ |
মোট | ৪৬৫ জন |
বর্তমান পরিচালনা কমিটি:
ক্রমিক নং | নাম | পদবি | মোবাইল নম্বার |
১ | এম.এন.জামান নজমুল | সভাপতি |
|
২ | আব্দুল মুতলিব | সহ-সভাপতি |
|
৩ | মিসেস হেনা বেগম | সদস্য সচিব |
|
৪ | অঞ্জনা রানী দেব | শিক্ষক প্রতিনিধি |
|
৫ | সিতারা বেগম | শিক্ষক প্রতিনিধি |
|
৬ | মোছা: সুমনা আক্তার | মহিলা সদস্য |
|
৭ | জুবেদা বেগম | মহিলা সদস্য |
|
৮ | শামীম আহমদ | পুরুষ সদস্য |
|
৯ | মো: তাজুল ইসলাম | পুরুষ সদস্য |
|
১০ | পিয়ারা বেগম | মহিলা সদস্য |
|
**বিগত পাঁচ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল:
২০১৫ | ৮০% |
প্রতি বছর সরকার থেকে উপবৃত্তি পেয়ে থাকে। ২০১৫ সালে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষাথী সংখ্যা ৫০ জনের মধ্যে ৩০ জন।
বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনা হলো সমাপনীসহ বিভিন্ন পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করা্। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা আরো বৃদ্ধিকরা ।
তাছাড়া ভবিষ্যতে এসএসসি শ্রেনী পযর্ন্ত যেন বিদ্যালয়টি উন্নীত হয় সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। শিবরামপুর আদর্শ বিদ্যালয়ের মত এই বিদ্যালয়কে উন্নয়ণের দিকে নিয়ে যাওয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস