চারদিকে সবুজের সমাহার। প্রাকৃতিক দৃশ্যের এক অর্পব লীলাভূমি। ২৪ জহিরিয়িা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৪নং খাদিমপাড়া ইউনিয়নের অর্ন্তগত তালেপাড়া গ্রামে ৩০ শতাংশ ভূমির উপর নির্মিত । বিদ্যালয় সংলগ্ন উচু টিলার উপরে জহিরিয়া এম,ইউ নামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। উভয় বিদ্যালয় মিলে প্রায় ৩০০০জন শিক্ষার্থী একই সীমানার ভিতরে লেখা-পড়া করে। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৭১৬ জন, শিক্ষক সংখ্যা ০৭ জন,কক্ষ সংখ্যা-১১টি, বিদ্যালয়ে শ্রেনীকক্ষ ছাড়াও আলাদা লাইব্রেরী কক্ষ ও উপকরন কক্ষ আছে।
১৯২৮ সালে জহিরিয়া মম্বাউলুম মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ১৯৬২ সালে উক্ত প্রতিষ্ঠানটি জহিরিয়িা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে রুপ নেয়। তখন বিদ্যালয়টি একটি টিনসেডের ভবন উপর নির্মিত হয়।
প্রধান শিক্ষক ছিলেন- হাজী আব্দুল হাছিব তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬০-৭০ জন। বিদ্যালয়ের সামনের খেলার মাঠটি ছিল একটি পুকুর। পরবর্তিতে ক্রমান্নয়ে বিদ্যালয়টি পরিবর্তন। বর্তমানে প্রায় ৭১৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেনীভিত্তিক:
শ্রেনী |
বালক |
বালিকা |
মোট |
শিশু শ্রেনী | ১১ | ১৯ | ৩০ |
১ম শ্রেনী | ৫৩ | ৭৫ | ১২৮ |
২য় শ্রেনী | ৫৭ | ৮৫ | ১৪২ |
৩য় শ্রেনী | ৮০ | ৮০ | ১৬০ |
৪র্থ শ্রেনী | ৫৪ | ৭৬ | ১৩০ |
৫ম শ্রেনী | ৪৭ | ৭৯ | ১২৬ |
বর্তমান পরিচালনা কমিটি:
ক্রমিক নং | নাম | পদবি | মোবাইল নম্বার |
১ | মো: শফিকুর রহমান | সভাপতি |
|
২ | আব্দুল মুতলিব | সহ-সভাপতি |
|
৩ | মিসেস হেনা বেগম | সদস্য সচিব |
|
৪ | অঞ্জনা রানী দেব | শিক্ষক প্রতিনিধি |
|
৫ | সিতারা বেগম | শিক্ষক প্রতিনিধি |
|
৬ | মোছা: সুমনা আক্তার | মহিলা সদস্য |
|
৭ | জুবেদা বেগম | মহিলা সদস্য |
|
৮ | শামীম আহমদ | পুরুষ সদস্য |
|
৯ | মো: তাজুল ইসলাম | পুরুষ সদস্য |
|
১০ | পিয়ারা বেগম | মহিলা সদস্য |
|
**বিগত পাঁচ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল:
২০০৮ | ৯৩% |
২০০৯ | ৮১.২৫% |
২০১০ | ৭৩% |
২০১১ | ৯৮% |
২০১২ | ৭৮.৩৫% |
প্রতি বছর সরকার থেকে উপবৃত্তি পেয়ে থাকে। ২০১৩ সালে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষাথী সংখ্যা ৭১৬ জনের মধ্যে ৩০৯ জন।
জহিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেডের ভবন থেকে ৪টি পাকা ভবনে উন্নত হয়েছে। শুরুতে শিক্ষার্থী সংখ্যা ছিল ৬০জন বর্তমানে প্রায় ৭৫০ জন আছেন।
সমাপনী পরীক্ষকাসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল ক্রমান্নয়ে উন্নতির দিকে যাচ্ছে। বিদ্যালয়টি বিদ্যুৎ সংযোগের আওতাধীন আছে। পানীয় জল ও শৌচাগার ব্যবস্থা খুবই ভাল। বিদ্যালয়টি ক্রীয়া প্রতিযোগীতাসহ বিভিন্ন সহ:শিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহন ভাল। PED.P(3) এর আওতায় একটি ৬তলা ভবন নিমার্নের অনুমোদন হয়েছে।
বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনা হলো সমাপনীসহ বিভিন্ন পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করা্। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা আরো বৃদ্ধিকরা ।
তাছাড়া ভবিষ্যতে অষ্টম শ্রেনী পযর্ন্ত যেন বিদ্যালয়টি উন্নীত হয় সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। শিবরামপুর আদর্শ বিদ্যালয়ের মত এই বিদ্যালয়কে উন্নয়ণের দিকে নিয়ে যাওয়া।
বিদ্যালয়টি যেহেতু সিলেট তামাবিল রোড সংলগ্ন অবস্থিত সেই হিসাবে যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। সিলেট সদর উপজেলা হতে মাত্র ২কি:মি: দূরে তামাবিল রোডের পাশে অবস্থিত। লেগুনার লকাল ভাড়া ৩ টাকা। সিএনজি লকাল ভাড়া ৫ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস